Thursday, December 4, 2025
HomeScroll‘শ্বাস নিতে পারছি না, সূর্যের আলো নেই দিল্লিতে’, ৩ ডিসেম্বর প্রতিবাদ
Delhi Pollution

‘শ্বাস নিতে পারছি না, সূর্যের আলো নেই দিল্লিতে’, ৩ ডিসেম্বর প্রতিবাদ

বাতাসের মান 'অত্যন্ত খারাপ' থেকে 'খারাপ' ক্যাটাগরিতে দিল্লি

ওয়েবডেস্ক- দিল্লির (Delhi Pollution) অবস্থা কিছুটা স্বস্তিদায়ক। বিষাক্ত বাতাসের (Toxic Air) পরিমাণ কিছুটা কমেছে। কিন্তু এখনও পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। রাজধানীর বেশ কয়েকটি এলাকা খারাপ ক্যাটেগরিকেই ইঙ্গিত করছে।

আগামী ৩ ডিসেম্বর প্রতিবাদের (Protest) ডাক। আজ ও একটি প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে। যেখানে দুপুর ২ থেকেই মানুষ জড়ো হতে শুরু করে।

রবিবার সকাল ৯ টায় দিল্লির একিউআই (AQI) ২৬৮। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB)-এর অনুসারে এটি খারাপ ক্যাটেগরিকে বোঝায়। শনিবার একিউআই ছিল ৩০৫। ২৪ দিন ধরে বাতাসের মান অত্যন্ত খারাপ পর্যায়ে থাকার পর এই প্রথম দূষণের মাত্রা উল্লেখজনক ভাবে হ্রাস পেয়েছে।

এই সামান্য উন্নতির পরেও, দিল্লির বেশ কয়েকটি জায়গায় অবস্থা উদ্বেগজনক। এর মধ্যে রয়েছে শাদিপুরে AQI ৩৩১, আরকে পুরমে ৩০৩ এবং জাহাঙ্গীরপুরীতে ৩২৩ রেকর্ড করা হয়েছে, যা সবই ‘খুব খারাপ’ রেঞ্জের মধ্যে রয়েছে। নেহেরু নগরে ৩১৬ এবং দিলশাদ গার্ডেনে ৩০৪ নম্বরে রয়েছে।

রাজধানী এবং এর আশেপাশের অঞ্চলে বিষাক্ত বাতাসের প্রবাহ অব্যাহত থাকায় বীতশ্রদ্ধ দিল্লিবাসী। নাগরিক সমাজের গোষ্ঠীগুলি একত্রিত ভাবে ৩ ডিসেম্বর যন্তর-মন্তরে প্রতিবাদের ডাক দিয়েছে। এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বলা হয়েছে যে বাসিন্দারা ধুলোয় শ্বাস নিচ্ছেন, সূর্যের আলো হারাচ্ছেন এবং ক্রমাগত শব্দের সঙ্গে বসবাস করছেন, এবং দিল্লির ক্রমাগত ধ্বংসের দিকে। এর  বিরুদ্ধে ৩০ নভেম্বরের বিক্ষোভে যোগ দেওয়ার জন্য জনগণকে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন- ১ ডিসেম্বর শুরু শীতকালীন অধিবেশন, SIR ইস্যুতে উত্তপ্ত হতে পারে সংসদ

রবিবার সকালে ৩৮টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে মাত্র পাঁচটি ‘অত্যন্ত খারাপ’ বিভাগে পড়ে, তবে আরও অনেকগুলি ‘খারাপ’ বায়ুর মান বিপদজনকের ইঙ্গিত দিয়েছে। আনন্দ বিহারে ২৮২ এবং পাটপরগঞ্জে ২৮০টি বায়ুর মান রেকর্ড করা হয়েছে। এনসিআর-এ, ফরিদাবাদে তুলনামূলকভাবে ভালো ১৭৪টি, নয়ডায় ২৬৬টি এবং গাজিয়াবাদে ২৬০টি বায়ুর মান রেকর্ড করা হয়েছে।

সিপিসিবির মানদণ্ড অনুসারে, ০-৫০ এর একিউআইকে ‘ভালো’, ৫১-১০০ কে ‘সন্তোষজনক’, ১০১-২০০ কে ‘মাঝারি’, ২০১-৩০০ কে ‘খারাপ’, ৩০১-৪০০ কে ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ কে ‘গুরুতর’ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়।

দেখুন আরও খবর-

Read More

Latest News